নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেছারাবাদ উপজেলা শাখার প্রবীণ কর্মী ও সাবেক উপজেলা দায়িত্বশীল, স্বরুপকাঠী পৌরসভার গণমান নিবাসী ডাঃ মোঃ হাবিবুর রহমান (৮২) আজ ৬ ডিসেম্বর, শনিবার, ভোর ৬ ঘটিকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না -লিল্লাহি.....রাজেউন)। উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মাগফিরাত কামনা করেছেন।
আসর নামাজ বাদ গানমান জামে মসজিদের সামনে হাজার হাজার শুভাকাক্সক্ষীর উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় উপজেলা জামায়াতের আমীর জনাব আবুল কালাম আজাদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো জহিরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা নিজামুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি মোহাম্মদ গোলাম আযম আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।