রাজশাহীতে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের কর্মসূচি পালিত হয়। এউপলক্ষ্যে শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদ : রাজশাহী জেলা পরিষদ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করে। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর সিএন্ডবি মোড়স্থ’ ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত উক্ত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া জেলা প্রশাসন রাজশাহী কর্তৃক আয়োজিত “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অনুকূলে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।
বিএমডিএ : জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা কর্মচারীগণ। মঙ্গলবার সকালে রাজশাহীর সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যূত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র-জনতার জুলাই-আগস্ট অভ্যূত্থানের শহিদ আবু সাঈদসহ সকল শহীদের প্রতি। এতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, নীলুফা সরকার, মজিবুর রহমান, মিজানুর রহমান ফারুকসহ বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
গোদাগাড়ী জামায়াত : গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামী গোদাগাড়ী ডাইংপাড়ায় মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক। বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, গোদাগাড়ী পৌর আমীর আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর সেক্রেটারি শওকত আলী প্রমুখ। বক্তারা বলেন, চাঁদাবাজি ১০০% বন্ধ করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। প্রতিটি অফিসে ঘুষ বন্ধ করতে হবে। আগামীতে ইসলামী বিধান মতে দেশ চলবে। ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর জন্য দরকার ইসলামী দলকে নির্বাচিত করা।
বাঘা জামায়াত : রাজশাহীর বাঘায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আসর উপজেলা সদর ঐতিহাসিক তেঁতুলতলা থেকে মিছিলটি শুরু করে বাঘা আমচত্তর হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঘা ফাজিল মাদ্রাসার গেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা আমীর আব্দুল্লাহ আল-মামুন নুহু’র সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা। আরো বক্তব্য দেন সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা পৌর জামায়াতের আমীর অধ্যাপক সাবদার হোসেন, ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা সভাপতি আব্দুল জাব্বার প্রমুখ।