পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ফেনীতে আলোচনা সভা করেছে জামায়াতে ইসলামী ফেনী শহর শাখা। মঙ্গলবার বিকাল ৩ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহর জামায়াতের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন দলটির জেলা আমীর মুফতি আব্দুল হান্নান। শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুপ ও মাওলানা মাহমুদুল হক।

সেক্রেটারি মাওলানা সামাউন হাসানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া আজাদ, ছাত্রশিবির ফেনী শহর সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল।