মৃত্যুর অমিয় সুধা সকল একদিন না এক দিন পান করতে হবে। বর্ণিল জীবনের মায়া ত্যাগ এমন সুধা থেকে বঞ্চিত হননি সাংবাদিক মশিয়ার রহমান খান।
গাইবান্ধা থেকে প্রকাশিত সাপ্তাহিক গাইবান্ধা ও দৈনিক সন্ধান এর সম্পাদক, দৈনিক ইত্তেফাক এর সাবেক জেলা প্রতিনিধি, সাতভাই চম্পা ও গাইবান্ধা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সংগঠক, খান প্রিন্টিং প্রেস এর স্বত্বাধিকারী প্রবীণ সাংবাদিক মশিয়ার রহমান খান ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল বুধবার ভোরে ঢাকার রামপুরায় পুত্র ডা. ইশতিয়াক খান নির্ঝর এর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মশিয়ার রহমান খান ১৯৫০ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা-হেমায়েত হোসেন খান, মাতা-মজিদা খানম। ৬ ভাইয়ের মধ্যে তিনি ৫ম। স্ত্রী তাজিনা আকতার রাকা এবং এক ছেলে ডা. ইশতিয়াক খান নির্ঝর। মশিয়ার রহমান খান গত শতকের ষাটের দশকে সাহিত্য চর্চা শুরু করেন। সংখ্যায় বেশি না হলেও তাঁর লেখার বৈচিত্র্য ও মান পাঠকদের বিমোহিত করেছে। তিনি স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে সৃজনশীল লেখালেখি করেছেন। প্রচারবিমুখ মশিয়ার রহমান ‘ছন্দের আলপনা’ ছড়া সংকলনের অন্যতম ছড়াকার। তিনি শিশু সংগঠন সাত ভাই চম্পা এবং গাইবান্ধা সাহিত্য পরিষদের অন্যতম সংগঠক ছিলেন।
মশিয়ার রহমান খান ১৯৭২ সালে বার্তা সংস্থা বাংলাশে প্রেস ইন্টারন্যাশনাল (বিপিআই)-এর গাইবান্ধা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭৪ সালের শেষদিকে দৈনিক বাংলার বাণী-তে যোগ দেন। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক-এর গাইবান্ধা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।