বোরহানউদ্দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৩০ জন নেতা–কর্মী বিএনপিতে যোগদান করেছেন—এ দাবি “মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে জানিয়েছে উপজেলা জামায়াত।

শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, সংবাদে যেসব ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে, তাদের কেউই জামায়াতের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ নামে উল্লেখিত পদটিও সম্পূর্ণ মনগড়া—বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে এমন কোনো পদ নেই।

জামায়াত অভিযোগ করে, টুপি–দাড়িওয়ালা কিছু ব্যক্তিকে কর্মী সাজিয়ে ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী হাফেজ ইব্রাহিমের সংবর্ধনা অনুষ্ঠানে ‘যোগদানকারী’ হিসেবে দেখানো হয়েছে। তারা এটিকে “বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা ও অসৎ প্রচারণা” বলে উল্লেখ করে।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত একটি আদর্শিক ও নিয়মতান্ত্রিক ইসলামী রাজনৈতিক সংগঠন। এখানে স্বার্থ বা লোভের সুযোগ নেই; তাই এ ধরনের ভুয়া প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন।

উপজেলা জামায়াত জানায় “ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শে আমরা অটল। বিভ্রান্তিকর প্রচারণা আমাদের থামাতে পারবে না।”