মনিরামপুর (যশোর) সংবাদাতা : যশোরের মনিরামপুর উপজেলায় ছিনতাই ও মাদকসেবীদের তৎপরতা বেড়ে গেছে। সম্প্রতি পৌর শহরের বিভিন্ন এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, এই অপরাধের সঙ্গে জড়িতদের একটি বড় অংশ মাদকাসক্ত, যাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে স্থানীয় রাজনৈতিক পেশীশক্তি।বাড়ি ও দোকানে ধারাবাহিক চুরি ঘটছে। উপজেলার বিভিন্ন বাজারে রাতের অন্ধকারে দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন পণ্যসামগ্রী লুটে নেওয়া হচ্ছে।

কর্ণফুলী (চট্টগ্রাম) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলাম বলেছেন “ভালো মানুষরা যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে অপরাধীরা পালিয়ে যাবে। সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সবার আগে সৎ ও সচেতন নাগরিকদের একসাথে কাজ করতে হবে। কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথি বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, “পুলিশকে জনগণের বন্ধু ভেবে আইন সবার জন্য সমান। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখা সম্ভব।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোহেল পারভেজ এবং কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দীন চৌধুরী, ট্রাফিক পুলিশের ইনচার্জ আবু সাঈদ বাকার, কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের সাধারণ সম্পাদক মাষ্টার মনির আবছার চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ।

শার্শা (যশোর) : যশোরের শার্শা উপজেলার পুটখালী বিওপি বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলীসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রুবার রাতে পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকায়। আটক অস্ত্র ব্যবসায়ী আক্তারুল ইসলাম(৪০) পুটখালী উত্তর পাড়া গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে । পুটখালী বিওপি ক্যাম্পের বিজিবি জানায় , শুক্রুবার রাতে নিয়মিত টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারি অস্ত্রের একটি চালান পাচার হবে। এমন সংবাদে পুটখালীর সীমান্তের মেইন পিলার১৭/০৭ এস এর ১৬২ নামক স্থান থেকে একটি ইতালির তৈরী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ী কে আটক করেন।

কিশোরগঞ্জ : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শহিদুল ইসলামকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইটনা উপজেলার পুরান বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গোপনে খবর পেয়ে ইটনা উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে শহিদুল ইসলামকে আটক করা হয়। তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে ।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারী সৈয়দপুরে নিজেদের ডিবি পরিচয় প্রদানকারী দুই ভুয়া ডিবিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাংগা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন কিশোরগঞ্জ উপজেলা নিতাই ইউনিয়নের আশরাফ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৪৬) ও নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়া এলাকার মৃত ইনসানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৫)।

স্থানীয়রা জানান, উল্লেখিত সময়ে আটককৃত দুইজন ওই এলাকার স্থানীয় তরিকুল ইসলাম, নামে একজন ব্যবসায়ীর কাছ থেকে ডিবি পরিচয় টাকা দাবি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ওই দুইজনকে আটক করে পুলিশে খবর দেন তাঁরা। সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুইজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে । এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারা মাইক্রো ষ্টান্ডের সভাপতি ও পৌর শ্রমিক দলের সহ-সভাপতি সাইদুল ইসলাম ড্রাইভার কে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নামক স্থানে দৃৃর্বৃত্তরা গলাকেটে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে মাইক্রো ষ্টান্ডের ড্রাইভাররা। গতকাল শনিবার বিকালে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনে মাইক্রো এবং প্রাইভেট কারের চালকরা অংশনেন। তাদের হাতে বিভিন্ন ধরনের প্লকার্ড, হাতে লিখা পোষ্টার শোভা পাচ্ছিল।

বগুড়া : বগুড়ার সদর উপজেলায় প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের স্ত্রী বুলবুলী রানী দাস সদর থানায় মামলা দায়ের করেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে বড় ভাই আব্দুর রহিম রাফি (২৪) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের ছোট ভাই রানাকে (ছদ্মনাম) গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘরে গলাকেটে হত্যা করা হয় রাফিকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এলাকাবাসীর বক্তব্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্দেহভাজন হিসেবে ছোট ভাই রানাকে আটক করা হয়।