গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা সাম্প্রতিক ঘটনাবলিকে “গণতন্ত্র ও নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত” হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতের নায়েবে আমির, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। সঞ্চালনা করেন ভোলা পৌরসভার সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, পৌর আমির জামাল উদ্দিন, সদর আমির মাওলানা কামাল হোসেন এবং এনসিপির উপজেলা প্রতিনিধি আল-আমিন মামুন।
বক্তারা বলেন, “রাজনৈতিক সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আহ্বান যখন দেশজুড়ে জোরালো হচ্ছে, তখনই গোপালগঞ্জে ‘জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে’ শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া এনসিপি নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ‘নির্মম ও পরিকল্পিত’ হামলা প্রমাণ করে দেশে এখনো ফ্যাসিস্ট অপশক্তির প্রভাব বিদ্যমান।”
তাঁরা আরও অভিযোগ করেন, ছাত্রলীগ শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপরও হামলা চালিয়ে জাতির নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ করছে।
সমাবেশে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।