স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেটকে ঘিরে গাজীপুরে ব্যাপক ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর সচেতন নাগরিক মঞ্চ লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ৩০ জুন প্রকাশিত খসড়া গেজেট ছিল যুক্তিসঙ্গত ও জনগণের প্রত্যাশানুযায়ী, কিন্তু ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটে রাজনৈতিক উদ্দেশ্যে পরিবর্তন আনা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, কাশিমপুর থানার ১–৬ নম্বর ওয়ার্ড হঠাৎ গাজীপুর-২ আসনের সঙ্গে যুক্ত করায় দীর্ঘদিনের ভৌগোলিক অখণ্ডতা ভেঙে গেছে। বক্তারা উল্লেখ করেন, তুরাগ নদী বেষ্টিত কাশিমপুর ঐতিহাসিকভাবে কালিয়াকৈরের (গাজীপুর-১ আসন) অংশ হিসেবে পরিচিত, সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক সব ক্ষেত্রেই তাদের সম্পর্ক কালিয়াকৈরের সঙ্গে। অথচ চূড়ান্ত গেজেটে কাশিমপুরকে গাজীপুর-২ আসনে যুক্ত করায় জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

এছাড়া গাজীপুর মহানগরের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড তথা পূবাইল এলাকাকে কালীগঞ্জভিত্তিক গাজীপুর-৫ আসনের সঙ্গে যুক্ত করায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। বক্তারা বলেন, পূবাইল রাজনৈতিক সামাজিক ও প্রশাসনিকভাবে সব সময় গাজীপুর সদর, টঙ্গী ও গাছার সঙ্গে সম্পৃক্ত। মহানগরের ভেতরে থেকেও তাকে উপজেলা আসনের সঙ্গে যুক্ত করা ভৌগোলিক অখণ্ডতা ও প্রশাসনিক সমন্বয়ের ঘোর লঙ্ঘন।

আসন পুনর্বিন্যাস নিয়ে বক্তারা অভিযোগ করেন, এতে গণবিরোধী ও স্বৈরাচারী রাজনীতি দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। চূড়ান্ত গেজেটে পরিবর্তন এনে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির প্রতিফলন ঘটানো হয়েছে। তাদের মতে, জনগণের স্বস্তি ও সমন্বয় বজায় রাখতে হলে কাশিমপুর থানার ছয়টি ওয়ার্ড গাজীপুর-১ আসনে এবং পূবাইলের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নবগঠিত গাজীপুর-৬ আসনে অন্তর্ভুক্ত রাখতে হবে। এজন্য নির্বাচন কমিশনের কাছে ৩০ জুন প্রকাশিত খসড়া গেজেট বহালের জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট ড. মো. সহিদউজ্জামান, নাগরিক মঞ্চের আহ্বায়ক মহানগর বিএনপি নেতা আহমদ আলী রুশদী, সদস্য সচিব অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের, নগরীর পূবাইল থানা জামায়াত আমীর আশরাফ আলী কাজল, মহানগর জিয়া পরিষদ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গণপরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন তালুকদার, হেফাজতে ইসলামী গাজীপুরের যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. আমজাদ হোসেন, সাবেক পূবাইল ইউপি চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন, পূবাইল থানা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামীম, এনসিপি কেন্দ্রীয় নেতা এম এম সোয়াইবসহ বিভিন্ন রাজনৈতিক, আইনজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।