বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জনসচেতনতা ও গণজাগরণ গড়ে তোলা সময়ের দাবি। বর্তমান পরিস্থিতিতে জনগণের অধিকারের কথা বলার সাহসী নেতৃত্বের প্রয়োজন।
শনিবার বন্দর থানার নিমতলা ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজে সত্য ও ন্যায়ের মূল্যায়ন নিশ্চিত করতে হলে ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা নেতৃত্বকে সমর্থন করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, শহীদ মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ সৎ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। কৃষি, শিল্প ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সততা ও দক্ষতার সাথে পরিচালনা করে জামায়াতের তৈরি করা নেতৃত্ব কিভাবে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তার নজির স্থাপন করে গেছেন। ডাকসু এবং জাকসুতে যেভাবে আদর্শ নেতৃত্বের উপর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই আস্থা রেখেছেন আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বের সেভাবেই আস্থা রাখবে ইনশা-আল্লাহ্।
সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম ও বন্দর থানা জামায়াতের আমীর মাহমুদুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মুজাহিদুল ইসলাম আদনান, নিমতলা ওয়ার্ড জামায়াত সভাপতি শামসুল আলম, কামরুজ্জামান, মুনির উদ্দিন বাপ্পি, নুরুল আমিন মিলন, আনোয়ার পারভেজ খান প্রমুখ।