মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৯ মনোহরগঞ্জ লাকসাম আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা নুরুন্নবী, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল গোফরান ভূঁইয়া, খিলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম, বিপলাসার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকারিয়া, উপজেলা শিবিরের পূর্ব শাখার সভাপতি রবিউল, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রব প্রমুখ।
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য কালো টাকার প্রভাব দূর হয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে উঠবে। তিনি বলেন পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া জুলাইয়ের রক্তের সাথে বেইমানি হবে জুলাই সনদকে আইনিভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন দিতে হবে একটি বড় দল পিয়ার পদ্ধতি জনগণ বোঝেনা বলে জনগণকে অবমূল্যায়ন করছে।
তিনি সম্প্রত ফেনীর একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আমীর মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, অপর জেলা নায়েবে আমীর মাওলানা মাহমুদুল হক।
কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, মুসলমানদের এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া প্রকৃত সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই সৎ লোক তৈরির কারখানা জামায়াতে ইসলামীর সৎ, যোগ্য ও মানবতার কল্যাণে নিবেদিত প্রার্থীদের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছাতে হবে।
চুয়াডাঙ্গা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর ধরে বহু গান শুনিয়েছে। জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট গল্প শুনিয়ে লাভ নেই। মানুষ আপনাদের রাজনৈতিক চরিত্র বুঝে গেছে। মানুষ আর আপনাদের পুরাতন গান শুনতে চায় না। পারলে নতুন গান শোনান। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। শিক্ষিত বেকার থাকবে না। ১৫/২০ লাখ টাকা দিয়ে চাকরির জন্য নেতার পিছনে ঘোরা লাগবে না। যার যার যোগ্যতা অনুযায়ী সে তার চাকরি পাবে।
সম্প্রতি জেলার আলমডাঙ্গা উপজেলা ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা শাখার উদ্যোগে নির্বাচনী উত্তর আয়োজিত রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি কাইযুম উদ্দিন হিরক প্রমুখ। সমাবেশে ৭০০টি ভ্যান, রিক্সা চালক উপস্থিত ছিলেন ।
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামাতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর মোহাম্মদ আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন সম্প্রতি পর্যন্ত মীর কাদিম পৌরসভার ১,২, এবং ৭ নং ওয়ার্ডে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ডা ইব্রাহিম দেওয়ান, মীরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, নায়েবে আমির মো: আইউব আলী দেওয়ান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, দীর্ঘদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড সভাপতি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন। গণসংযোগ কালে প্রফেসর আবু ইউসুফ বলেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করতে পারলে। কাউকে কোন কোথাও চাঁদা দিতে হবে না ঘুষ দুর্নীতি থাকবে না। কাউকে ঘুষ দেওয়া হবে না কাউকে ঘুষ নিতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) সংবাদদাতা: সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।
সম্প্রতি শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেলে টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক বিশাল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি কাজি ইকবাল হোসেন, নায়েবে আমীর সৈয়দ আব্দুর রহিম, মুন্সিগঞ্জের কৃতিসন্তান প্রফেসর ড. এমএ দেওয়ান সাজ্জাদ, ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমানসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকবৃন্দ।
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বীরতলা ও নয়াকান্দি এলাকায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ও দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বাহলুল।বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে ইসলামের অগ্রযাত্রা এখন আর কেউ থামাতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মু. শিমুল হাজারী, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাওলানা মোশাররফ হোসেন, জেলা সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (কুমিল্লা উত্তর জেলা), মো. দেলোয়ার হোসেন মোল্লা, দাউদকান্দি উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং মুফতি মহিউদ্দিন আহমেদ, সহকারী সেক্রেটারি, শুহিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী। সভা সঞ্চালনা করেন মো. আক্তার হোসাইন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।অনুষ্ঠান শেষে আগত অতিথিদের দোয়া ও পরামর্শের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানানো হয়।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে সদস্য ( রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুড়িগ্রাম জেলা শাখায় এ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ এর পরিচালনায় ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদসদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, শহর জামায়াতের আমীর আব্দুস সবুর খান, সাবেক জেলা আমীর আ ন ম সোলায়মান, সাবেক জেলা সেক্রেটারি আ ফ ম দেওয়ান আমিনুল ইসলাম প্রমূখ।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : “আমি জনগনের শাসক নয় জনগনের সেবক হতে চাই: হা.মাও.নুরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা -১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার নির্বাচনী এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে নবাবগঞ্জের বারুয়াখালি হাট বাজার ও বারুয়াখালি ইউনিয়নের বিভিন্ন জনসমাগম স্থানে গণসংযোগ করেছেন।
সম্প্রতি সারাদিনব্যাপী গনসংযোগ করেন চরমোনাই পীর সাহেব মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম।
এই গণসংযোগে স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী, কৃষক, যুবক ও প্রবীণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হাফেজ মাওলানা নুরুল ইসলাম তার প্রতীক হাতপাখা-কে জনগণের মাঝে পরিচিত করে তোলেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং জনগনের নানা ধরনের সমস্যা শুনেন ও সমাধানের আশ্বাস দেন।
বগুড়া অফিস: বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের রুকন(সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮অক্টোবর) সকাল ৯ টায় শহরের হামছায়াপুরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ রুকন সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৫(শেরপুর-ধুনট) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য ‘’একটি বড় চ্যালেঞ্জ ‘’। রাসূল (সাঃ) এর সময় সাহাবাগণ যেমন ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন আসন্ন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের রুকনদের তেমনই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরো বলেন দীর্ঘ জলুমের শাসনের অবসান হয়েছে। বর্তমানে দেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে গণমানুষের সমর্থনে এদেশে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ। উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম,ধুনট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক প্রমুখ। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ‘’আমীরে জামায়াত নির্বাচনের জন্য’’ ভোট গ্রহণ করা হয়। উপজেলার প্রায় ছয়শত পুরুষ ও মহিলা রুকন (সদস্য) গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন।
পঞ্চগড় সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন সম্প্রতি তার নির্বাচনী এলাকার ১০ নং গরিনা বাড়ি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। এর মধ্যে গরিনাবাড়ি ব্যাঙমারী পাড়ায় সনাতন
ভাইদের সাথে তিনি উঠান বৈঠক করেছেন। উঠান বৈঠকে তিনি সনাতন ভাইদের উদ্দেশ্যে বলেছেন, আমরা মানুষ হিসেবে এক। আমাদের মাঝে কোন ভেদাভেদ থাকবে না শুধু ধর্ম পালনের দিক থেকে যে যার মত করে ধর্ম পালন করবে, কেউ কাউকে খোঁটা দিবেনা অবহেলার চোখে দেখবে না। বিগত বছরগুলোতে এক স্বৈরাচার শাসক শ্রেণী ছিল যারা আমাদেরকে জঙ্গি হিসেবে সকলের সামনে উপস্থাপনা করেছিল এবং অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সম্পর্কের দূরত্ব সৃষ্টি করেছিল। সেই ক্ষমতাশীন দল নিজেরাই মন্দির ভাঙচুর করে মন্দিরের ভিতরে কোরআন শরীফ রাখে আজান দিয়ে আমাদের উপর সেই দোষ চাপিয়ে আপনাদের কাছে আমাদেরকে শত্রু হিসেবে উপস্থাপন করেছিলো । আমরা এমন এক রাষ্ট্র দেখতে চাই যেখানে আমাদের মাঝে কোন ভেদাভেদ থাকবে না। আমরাই পারবো এমন এক বাংলাদেশ গড়তে যেখানে মুসলমানদের এবাদত পালনের সময যেমন মসজিদে কোন বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় না, তেমনি সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজা পালনের সময়েও বিশেষ নিরাপত্তার প্রয়োজন হবে না। আমি আপনাদের বলতে চাই সবাইকে দেখেছি বারবার দাঁড়িপাল্লা কে দেখতে চাই এবার, জামায়াতে ইসলামীকে দেখতে চাই এইবার।
সোনারগাঁ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক সোনারগাঁ গড়তে চাই। জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই। আল কোরানের আলোকে সমাজ গড়ার জন্য কাজ করে চলেছি। আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই।
আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
সম্প্রতি সোনারগাঁ উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে ঘুরে খোঁজ খবর নেন। তাদের কাছে দাঁড়িপাল্লায় একটি ভোট চেয়ে খেদমত করার সুযোগ চান।
গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, সাংবাদিক ও হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খাইরুল আলম ও শাহজালাল মিয়া প্রমুখ।
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলন্-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে গোপালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয় সুতী ভি এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন সমর্থকরা। এই শোভাযাত্রাটি গোপালপুর উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রাটি বিভিন্ন স্থানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে তাঁর উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।
আয়োজকরা জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এ শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তারা জানান, শোভাযাত্রার মাধ্যমে এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এসময় মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কর্মপরিষদ সদস্য ড. মোঃ আতাউর রহমান, উপজেলা জামায়াত আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার, উপজেলা এসিঃসেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, উপজেলা সাংগঠনিক সম্পাদক উবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যাক নেতা কর্মী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
নোয়াখালী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য প্রার্থী ইসহাক খন্দকারের সমর্থনে বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে হাজারো নেতাকর্মী ও সমর্থক সৈকত সরকারি কলেজ মাঠে সমবেত হন। সেখান থেকে শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভায় রূপ নেয়।পরে সবগুলো ইউনিয়ন প্রদক্ষিণ করে চরজব্বার ইউনিয়নের ফিরিঙ্গিবাজারে এসে শেষ হয়।
এ সময় এমপি প্রার্থী ইসহাক খন্দকার বলেন, “মুল প্রচারনা হবে নির্বাচনী তফশিল ঘোষণার পর,আজ এই প্রচারনায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করছে—জনগণ পরিবর্তন চায়। নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের উন্নয়ন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
শোডাউনে উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নোয়াখালী শহর জামাত ইসলামীর আমির মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি জেনারেল জামান উল্লাহ মুকুল ও স্থানীয় নেতাকর্মীরা।
শোডাউনে অংশ নেওয়া সুবর্ণচর উপজেলা জামাতের আমির মাওলানা জামাল উদ্দিন বলেন, এই গণজোয়ারই প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।