জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাঙ্গিরাই ইসলাম মঞ্জিল নিবাসী জুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল ইসলামের বড় ভাই এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ২০২৪ বর্ষের ফ্লোর মেম্বার এপেঃ বদরুল ইসলাম গত শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৯ মিনিটের কুলাউড়া হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাযার নামাজ গতকাল শনিবার বিকেল ২টার সময় জুড়ী বড় মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাযা শেষে তাকে বড় মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।