কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্থানীয় আলেমদের সাথে এক মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার দুপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন কুমারখালী মিলনাগারে এই মতবিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কুষ্টিয়া জেলার বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা জুলফিকার আলী।
বীজ ও সার বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার।
বিতরণকালে উপস্থিত ছিলেন,অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজীপুর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সিমিট-এর যৌথ আয়োজনে “উদ্ভাবনী কৃষি গবেষণার জন্য সৃজনশীল এবং পদ্ধতিগত ভাবনা” শীর্ষক একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বারি সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
সেমিনার
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এর কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ও হিট প্রকল্পের উপ-ব্যবস্থাপক ড. শেখ শামীম হাসানের তত্ত্বাবধানে “করোনা মহামারি-উত্তর বাংলাদেশের টেকসই কৃষি পুনরুদ্ধার” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হিট প্রকল্পের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানটি সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা জোনের ডেপুটি পরিচালক কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ ডিসেম্বর সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।