স্টাফ রিপোর্টার, গাজীপুর:
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের সরাসরি বাস্তবায়নাধীন "আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (UPHCSDP)-২য় পর্যায়" শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ৩টি পার্টনার এনজিওর মাধ্যমে ৩টি নগর মাতৃসদন কেন্দ্র ও ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হচ্ছে, যা নগরের ছয়টি অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।
প্রকল্পটি আগামী জুন ২০২৫-এ সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর পরবর্তী সময়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় অন্তবর্তীকালীন ৬ মাস থেকে ১ বছরের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম কীভাবে টেকসইভাবে চালু রাখা যায় সে বিষয়ে গত ২৮ ও ২৯ এপ্রিল ২০২৫ তারিখে গাজীপুর নগর ভবনের সভাকক্ষে “Sustainable UPHC Services Delivery with its Relevant Activities by ULBs Own Management under UPHCSDP-II at Gazipur” শীর্ষক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব খন্দকার মোঃ নাজমূল হুদা শামীম এবং সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব জনাব আবদুল লতিফ খান। অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে যুক্ত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ নুরুল হুদা, উপ সচিব, স্থানীয় সরকার বিভাগ।
সভাটি সঞ্চালনা করেন গাজীপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন ইউনিটের প্রোগ্রাম অফিসার ডাঃ মোহাম্মদ রহমত উল্লাহ।
উক্ত ওরিয়েন্টেশন সভায় অংশগ্রহণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সকল বিভাগীয় প্রধান ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, গাজীপুর সিভিল সার্জনের প্রতিনিধি, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্টের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা, গাজীপুর জেলা তথ্য অফিসার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পার্টনার এনজিও সমূহের প্রজেক্ট ম্যানেজারগণ (PA-1, 2, 3), গাজীপুর প্রেস ক্লাব সভাপতি, প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি, পিআইইউ-এর মনিটরিং ও কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার ও কর্মচারীবৃন্দ এবং পিএমইউ-এর কনসালটেন্টরা।
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্প-পরবর্তী সময়ের সেবা অব্যাহত রাখার সম্ভাব্য রূপরেখা, করণীয় ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে টেকসই করার বিষয়ে মতামত তুলে ধরেন।