গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্যসচিব নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির ঘোষণা করা হয়। কমিটির নতুন সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ডা. রফিকুল ইসলাম (বাচ্চু) ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক এবং শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম-আহ্বায়ক পদে নিয়োগ করা হয়েছে।
এই কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন তারা হলেন: পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন, হুমায়ুন মাস্টার, মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াত হোসেন সবুজ, ভিপি হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবু তাহের মুসুল্লি, খায়রুল আহসান মিন্টু, হোসেন আরমান মাস্টার, নুরুল ইসলাম সিকদার, মোয়াজ্জেম দেওয়ান, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, জয়নাল আবেদিন রিজভী, বিল্লাল বেপারী, ইব্রাহিম প্রধান, রিয়াজ উদ্দিন আহমেদ, এম আনোয়ার হোসেন, আব্দুল জলিল মন্ডল, মেহেরুল ইসলাম বকশী মুরাদ, আব্দুল মান্নান দেওয়ান, ফ ম মমতাজুদ্দিন, আফজাল হোসেন বেপারী, মুক্তিযোদ্ধা আমিনুল হক, আবুল প্রধান, আজগর হোসেন খান, আবুল মনসুর মণ্ডল, রাশেদুল হক, আনোয়ার বেপারী, সাখোয়াত হোসেন সেলিম এবং বাবু বিধান কান্ত বর্মণ।
এই নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে গাজীপুর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রমে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।