উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে আসন্ন নির্বাচনে আমরা সবাই পরস্পরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন হবে জাতি গঠনের নির্বাচন।

গতকাল বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ১০ দলীয় নির্বাচনী জোটের উল্লাপাড়া উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা। এজন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভাজন নয়, ঐক্যই হবে আমাদের শক্তি। এই ঐক্যের মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোশারফ আদনান, এনসিপির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (লিয়ন), উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি হেদায়াতুল্লাহ, যুব মজলিসের সভাপতি রাশেদুল হাসান (মামুন), এনসিপির জেলা মুখ্য সংগঠক যুব- মেহেদী হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ড. নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লাপাড়া উপজেলার সিনিয়র মুখ্য সংগঠক মাসুম আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, দপ্তর সম্পাদক আ. বারী, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মোস্তফা সাদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।