কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল সোমবার আছর নামাজ শেষে কলারোয়া আল- আমীন ট্রাস্ট অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য মোঃ এরশাদ আলী, উপজেলা যুব বিভাগের সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, সেক্রেটারি শরীফুজ্জামান মিঠু প্রমুখ ।
গ্রাম-গঞ্জ-শহর
কলারোয়ায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসাবে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।