বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। অতীতে আমরা এমপি পেয়েছি, কিন্তু প্রকৃত সেবক পাইনি। এবার মানুষ ভোট দেবে সেবক নির্বাচনের জন্য, ক্ষমতা নয়—সেবা করার জন্য।”
গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বাউফলের কেশবপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মাসুদ বলেন, “আমরা আল্লাহর আইনের আলোকে একটি সমৃদ্ধ, শোষণমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। বাউফলে আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। গোটা বাউফল একটি পরিবার—এ পরিবারের মধ্যে প্রতিহিংসা বা বিভাজন থাকতে পারে না। দল-মত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ বাউফল গড়ে তুলব।”
তিনি অভিযোগ করে বলেন, “একটি দলের নেতাকর্মীরা নিজেরা নিজেদের প্রায় ২০০ জনকে হত্যা করেছে, বহু মা–বোনকে ধর্ষণের শিকার করেছে। তাদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।”
ড. মাসুদ বলেন, যদি গত ১৫ বছরের মতো কেউ কেন্দ্র দখলে আসে তাহলে তাদেরকে মনে করে কঠোরভাবে প্রতিহত করা হবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতের উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল গনি, কেশবপুর ইউনিয়ন জামাতের আমির,মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবু দাউদ, ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর, উপজেলা সভাপতি মো. লিমন হোসেনসহ প্রায় ২০০টি মোটরসাইকেল বহর নিয়ে পাঁচ শতাধিক নেতা-কর্মী।
ড. মাসুদ কেশবপুর ইউনিয়নের নুরাইনপুর খেয়াঘাট, ভরিপাশাঈদগা মাঠ,বাজেমহল আকন বাড়ি মহিলা সমাবেশ, তালতলী খেয়াঘাট, তালতলী বাজার, ভুয়ার বাজার, মমিনপুর বাজার,মেহেন্দিপুর বাজারসহ প্রায় ২০টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন।