ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুঃস্থ ও অসহায় ১৬ জনের মাঝে হুইল চেয়ার,ট্রাইসাইকেল ও কর্নার চেয়ার বিতরণ করা হয়েছে।
গত ৭ আগস্ট সকালে ফুলবাড়ী উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪টি হুইল চেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি কর্নার চেয়ার বিতরণ করা হয়।