রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরদার পাড়ার একটি ছাত্রী হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইার গ্রামের আব্দুল ওহাবের মেয়ে জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩)। সে বেরোবির ব্যবস্থাপনা বিভাগে অধ্যয়নরত ১৩ তম ব্যাচের ছাত্রী ছিল। রংপুর সরদার পাড়ায় অবস্থিত ‘আপন ছাত্রী নিবাস’-এর চতুর্থ তলার ৪০৪ নম্বরের নিজ কক্ষে টুম্পা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রেমঘটিত কারণে সে াাতœহত্যা করতে পারে।

ঘটনাস্থলে উপস্থিত ব্যবস্থাপনা বিভাগের প্রধান রবিউল আজম বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানাই এবং ঘটনা স্থলে ছুটে যাই। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।” ঘটনা জানতে পেরে রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। তারা ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ করে সিলিংফ্যানের সাথে ঝুলন্ত লাশটি নামিয়ে আনে।

তাজহাট থানার তদন্তকারী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে । তার অভিভাবকরা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।