কর্ণফুলী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।

সভায় উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর অপরাধ প্রতিরোধ, ট্রাফিক শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নানা দিক নির্দেশনা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার বলেন, ুআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম ও স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সভায় কর্ণফুলী থানা পুলিশ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও গণমাধ্যমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।