কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ তম বর্ষপূর্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। সত্যের সংগ্রামে নিবেদিত বস্তুনিষ্ঠ সংবাদপত্র দৈনিক সংগ্রাম পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড, নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

তিনি বলেন, দৈনিক সংগ্রাম দেশ ও জাতী গঠনে নির্ভিক ভূমিকা পালন করে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলকে সহযোগিতা করতে হবে। সংবাদপত্রকে সার্বজনীন করতে হবে। এটি শুধু কোন দল ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবেনা।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইসলামীর অধ্যাপক মাও,আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন, স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাশেদ খান। আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড,আ,ছ,ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম।

জাতীয় মানবাধিকার পরিষদের মহাসচিব সিনিয়র সাংবাদিক আ,স ম মোস্তফা কামালের সভাপতিত্বে ও দৈনিক সংগ্রামের কুষ্টিয়া জেলা সংবাদদাতা খালিদ হাসান সিপাহীর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার এ কে এম আলী মহসীন, বিশিষ্ট লেখক,গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, শ্রমিককল্যান ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি চ্যানেল আইয়ের প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী বাবু, দৈনিক সমকাল ও ডিবিসির কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা, জামায়াতের শহর নায়েবে আমীর আজমল হোসেন, শিবিরের শহর সভাপতি হাফেজ সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বর্ষপূতিতে অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। দৈনিক সংগ্রাম পত্রিকা ডায়েরি, ক্রেষ্ট ও উপহার বিতরণ করা হয়।