পঞ্চগড় সংবাদদাতা: ঢাক ঢোলের সাথে নাচ গানে, আনন্দ উৎসাহ আর দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলার বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো: জাহিরুল ইসলাম কাচ্চু।
এর আগে, বোদা উপজেলার ১০ টি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকেরা বাদ্যযন্ত্রের সাথে শোভাযাত্রা নিয়ে মাঠে উপস্থিত হয়।
পরে সেখান থেকে একটি আনন্দ শোভাডাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে গিয়ে হয়।
বোদা উপজেলা বিএনপির আহ্বায়ক আফাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশেনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।