বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে উদ্ভাবনী প্রতিভা চিহ্নিতকরণ ও তাদের দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বারি’র ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের সেমিনার কক্ষে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রমের অগ্রগতি” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি অনুষ্ঠিত হয় “কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা” (এফএমডি) প্রকল্পের আওতায়।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, সিমিট বাংলাদেশ, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার, এসিআই মটরস, মেটাল এগ্রো, উইগ্রো এগ্রি-ফিনটেক, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন কৃষিযন্ত্র উদ্ভাবক অংশ নেন।

বারি’র পরিচালক (গবেষণা), ড. মুন্সী রাশীদ আহমদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ), ড. আশরাফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), ড. মুহাম্মদ আতাউর রহমান। এ ছাড়া বারি’র বিভিন্ন কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দসহ সাবেক মহাপরিচালক এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।