আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ আলম বকশী শনিবার দিনভর কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এ গণসংযোগে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগের সময় শাহ আলম বকশী ঘরে ঘরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এলাকাবাসী তাকে সৎ, দায়িত্বশীল ও জনবান্ধব একজন প্রার্থী হিসেবে বিবেচনা করছেন বলে জানান। বহু মানুষ এগিয়ে এসে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং পরিবর্তন–মুখী রাজনীতির জন্য তাঁর প্রতি আস্থা প্রকাশ করেন।

এ সময় শাহ আলম বকশী বলেন, গাজীপুর-১ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও শিক্ষিত–সংস্কৃত প্রজন্ম গড়াই আমার প্রধান লক্ষ্য। উন্নয়নকে রাজনৈতিক মুখোশ নয়, বাস্তব সেবায় রূপ দেওয়ার অঙ্গীকার নিয়ে আমি মাঠে নেমেছি। জনতার ভালোবাসা আমাকে আরও অঙ্গীকারবদ্ধ করেছে।

গণসংযোগ শেষে এলাকার সার্বিক শান্তি, ন্যায়, জবাবদিহিমূলক রাজনীতি ও পরিবর্তনের পথে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।