নানা বর্ণীল আয়োজনের মধ্যদিয়ে গত ১৪ ই এপ্রিল সোমবার রংপুরে বাংলা নবর্বষ ১৪৩২ পহেলা বৈশাখ পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রামীন ঐতিহ্যের আদলে রংপুর জিলা স্কুল মাঠের বটতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এত নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুন-তরুনীরা নানা রঙ্গীন পোষাকে অংশগ্রহন করে।

এ সময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শির্ক্ষাথী, রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ব্যক্তিগণ অংশগ্রহণ করেন। পরে শোভাযাত্রাটি টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ী, গরুর গাড়ী, পালকি ইত্যাদির বহরে প্রাকৃতিক শিল্পকর্ম ব্যবহার করা হয়।

এর আগে রংপুর জিলা স্কুল মাঠের বটতলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী, পুশি সুপার মোহাম্মদ আবু সাইম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় বেতার ও টেলিভিশনের র্শিপীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নববর্ষ উপলক্ষে রংপুর টাউন হল চত্বরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী জেলা বিসিক ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) এবং জেলা প্রশাসন আয়োজিত মেলা। সোমবার সকালে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এর উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে কারাগার ও বিভিন্ন হাসপাতালে উন্নতমানের খাবর পরিবেশন করা হয়।

জয়পুরহাট : জয়পুরহাট এলজিইডি’র উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দেশীয় খেলা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবাইদুর রহমান চন্দন।

জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরার আশাশুনিতে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। পহেলা বৈশাখ ১৪৩২ উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান এসব কর্মসূচি পালন করে।

উপজেলা প্রশাসন সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করে। এরপর বৈশাখী মেলা উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান পোষাক,রঙ বেরঙের সাজে সজ্জিত, দেশীয় সংস্কৃতি প্রদর্শন করে ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ৯টায় মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের সিংড়ায় পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।

দীপ মেডিকেল সার্ভিসেস এবং দীপাশা ফাউন্ডেশন এর সত্বাধিকারী ডাক্তার ফারজানা রহমান এর আয়োজনে সিংড়া উপজেলার জোড়মল্লিকা গ্রামে দিনব্যাপী দেশীয় খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, জাদুর আয়োজন, বদন খেলা, বালিশ খেলা, চেয়ার খেলা, হাড়ি ভাঙ্গা, সুইয়ে সূতো পড়ানো, দড়ি খেলা, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

এছাড়াও অনুষ্ঠানে দেশী জারি-সারি, ভাওয়াইয়া গানের আয়োজনও ছিল। অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডাক্তার ফারজানা রহমানসহ গ্রামের শিক্ষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটে ২৪ ঘণ্টায়

৩ ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় ২ জন ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। ১ জনকে হেরোইনসহ আটক হওয়ায়, আরেকজনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।

সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে হেরোইনসহ আটক হন পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩০)। তিনি খোড়াগাছ গ্রামের মোঃ আফসার আলী মন্ডলের ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি মোঃ নূরনবী জানান, রাতে টহল দেয়ার সময় অন্ধকারে বসে ৪/৫ জন যুবককে মাদক সেবন করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।