লক্ষ্মীপুর সংবাদদাতা: পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সেবাদাতা প্রতিষ্ঠানে সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে লক্ষ্মীপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ১৯ সদস্য বিশিষ্ঠ পরিবেশ বিষয়ক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর জেলা কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সকলের আলোচনা ও সম্মতিতে সমন্বয়ক হিসেবে মির্জা সাইফুল ইসলাম, সহ-সমন্বয়ক (নারী) হিসেবে জান্নাতুন নাঈমা এবং সহ সমন্বয়ক (পুরুষ) হিসেবে সাংবাদিক রেজাউল করিম পারভেজ নির্বাচিত হন।
সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ। উপজেলার ৮৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
আলোচনা সভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে বিএনপির নেতা মরহুম ফটো মিয়ার স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বাথুলী হাফিজিয়া মাদরাসার মাঠে সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ মিয়ার সভাপতিত্বে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম আলহাজ্ব ফটো মিয়ার স্বরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।