বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার সুগার ক্যন্ট সেন্টার হতে বটতলী পর্যন্ত রাস্তার কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি এভাবে কাজটি করা হচ্ছে। জানা যায়, প্রায় ৯ কিলোমিটার এ রাস্তার কাজটি করছেন ঠাকুরগাঁওয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান জাকা এন্ড এস এ জেভি। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নি¤œ মানের খোয়া ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিমের নেতৃত্ব বালু’র অনিয়মটি করা হচ্ছে বলে জানা যায়। স্থানীয় কতিপয় নেতাদের সমর্থনে তিনি এমনটি করছেন। স্থানীয়রা জানান, বালু দিয়ে রাস্তার কাজটি করার নিয়ম থাকলেও বালুর অস্তিত্ব খুঁজে পাওয়া কষ্টকর। মাটির ভিড়ে মাঝেমধ্যে অল্প বালু দেখা যাচ্ছে। এভাবে কাজ চলতে থাকলে রাস্তাটির স্থায়িত্ব হবেনা। এবিষয়ে জানতে মোস্তাকিম এবং উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সালকে ফোন করা হলে তারা কেউই রিসিভ করেননি। পরে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামানকে বিষয়টি জানানো হয়েছে।