বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জননেতা গোলাম রব্বানী গতকাল বিকাল ৩টা থেকে গাবতলী স্ট্যান্ড এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণসহ তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে গোলাম রব্বানী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে আমরা দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছি। দাঁড়িপাল্লা প্রতীক জনগণের ন্যায়-ইনসাফের প্রতীক। নির্বাচিত হতে পারলে এই এলাকাকে শান্তি, উন্নয়ন ও সেবার মডেল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান,
বগুড়া শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিমসহ বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী।