রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বন্দিহার গ্রামে বাউলগানের নাম ব্যবহার করে প্রকাশ্যে অশ্লীল নাচ-গান ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চললেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ অবস্থার প্রতিবাদে গতকাল বিকাল পাঁচটায় তৌহীদি জনতা ও ধর্মপ্রাণ এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, বাউলগানের আড়ালে চলমান অশ্লীল নাচ-গান ও অনৈসলামিক কর্মকাণ্ড এলাকার সামাজিক শালীনতা ও ধর্মীয় মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তারা অভিযোগ করেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বক্তারা প্রশাসনের নীরব ভূমিকাকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হিসেবে উল্লেখ করে বলেন, এখনই যদি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সমাজে নৈতিক অবক্ষয় আরও ভয়াবহ রূপ নেবে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকার সামাজিক ও ধর্মীয় পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।