রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে ২য় মতবিনিময় সভা শনিবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রসিন্ডিকেট রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ঢাকা বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর সায়মা হক বিদিশা, ঢাবি ভূতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ঢাবি কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ডক্টর সাইফুদ্দিন মোহাম্মদ তারিক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। তারা একাডেমিক মাস্টার প্ল্যান তৈরি কাজের পরামর্শক দল হিসেবে বেরোবির ৬টি অনুষদ ও ২২ টি বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী এবং রংপুরের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিশেষজ্ঞবৃন্দ জানান, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও মানসম্মত বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে হলে সুদূর প্রসারী এবং যুগোপযোগী মাস্টার প্ল্যান প্রয়োজন। এর মাধ্যমে মানসম্মত উচ্চ শিক্ষা নিশ্চিত করা সহজ হবে। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অগ্রগতির জন্য আগামী ২০২৫-২০৩৫ সালের ১০ বছর মেয়াদ ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এই একাডেমিক মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য যথাযথ অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে হবে। একই সাথে একাডেমিক মাস্টার প্ল্যানে আধুনিক ও সময়োপযোগী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। আগামীতে চতুর্থ শিল্প বিপ্লব ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য একটি কার্যকর ও টেকসই একাডেমিক মাস্টার প্ল্যান প্রয়োজন। এজন্য আধুনিক কর্মমূখী শিক্ষা, বাংলাদেশ তথা উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং কর্মসংস্থানের চাহিদার উপর ভিত্তি করে নতুন অনুষদ, বিভাগ, ইন্সটিটিউট ও সেন্টার চালু করার প্রস্তাবনা দেয়া হয়েছে।