চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ৫ আগস্টের পর কথা বলার মত প্রকাশ ও সভা-সমাবেশের সুযোগ পেয়েছি। কিন্তু বাংলাদেশ বিধ্বস্ত ও বিপর্যস্ত। ৫ আগস্টকে বুকে ধারণ করে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের কোন বিকল্প নেই। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, আদর্শিক আল্লাহভীরু নেতৃত্ব। যারা এক আল্লাহকে ভয় করে, তাদের দ্বারা কোন অন্যায় সংঘটিত হতে পারে না। তিনি গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর ইউনিয়ন শাখা আয়োজিত বিশাল যুব সমাবেশে অনুপনগর হাইস্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটি আপোষহীন দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আভির্ভূত। এদেশের জনগণ আধিপত্যবাদকে মেনে নিতে চাই না। জনগণ বুঝতে পেরেছে আগামীতে জামায়াতকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে, দলমত নির্বিশেষে দেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। এদেশ দ্বিতীয়বারের মত দেশ স্বাধীন হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণ মন খুলে কথা বলতে পারবে, সবার ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নে আমাদের ভূমিকা থাকবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকা-ে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচারের সঠিক জবাব দেবে এদেশের জনগণ সঠিক সময়ে। অনুষ্ঠানে চর অনুপনগর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলিম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই ---নুরুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন,
Printed Edition