গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন সংলগ্ন লাইনে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ দীর্ঘ সময় স্থবির হয়ে পড়ে।
গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ট্রেনটি নড়তে পারেনি।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল চারটার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশন ত্যাগের পর সাতখামাইর স্টেশনের কাছে পৌঁছাতেই ইঞ্জিনে বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে বের হতে থাকে মবিল, যা যাত্রীদের গায়ে পড়তে থাকায় ট্রেনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে জানালা-দরজা বন্ধ করে নিরাপদ থাকার চেষ্টা করেন। ইঞ্জিন বিকলের কারণে উভয় দিকের রেল চলাচল বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন অসংখ্য যাত্রী।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম বলেন, বলাকা ট্রেনটি বিকেল ৪টায় শ্রীপুর স্টেশনে পৌঁছার কথা ছিল। কিন্তু সাতখামাইরের আগেই ইঞ্জিন বিকল হয়ে গেলে পুরো রুটের যোগাযোগ ব্যাহত হয়। ইতোমধ্যে বিকল্প ইঞ্জিন পাঠাতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতি করছে।
এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান হালনাগাদ তথ্য দিয়ে জানান, শনিবার রাত পৌনে ৭টার দিকে সেকশন ক্লিয়ার হয়েছে। বিকল্প ইঞ্জিনের মাধ্যমে রাত ৭টা ৫০ মিনিটে বলাকা কমিউটার ট্রেনটি পুনরায় যাত্রার জন্য প্রস্তুত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা জানান, বিকল ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত লাইনে চলাচল স্বাভাবিক হয়নি, তবে উদ্ধার ইঞ্জিন পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।