নোয়াখালীতে বুধবার (৫ মার্চ) ইয়াবাসহ এক নারী ও তার স্বামীকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার পূর্বক ১১ ঘটিকায় আদালতে হাজির করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা শহরের রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাদেরকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমা আক্তার (৩৯) নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের মৃত আহম্মদ উল্যাহের মেয়ে ও এরশাদ উল্যাহ (৩৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার নাজিম উদ্দিন মৌলভী বাড়ির আলী আহাম্মদের ছেলে।