বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর মহানগরের নায়েবে আমীর এবং কালীগঞ্জ-পুবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ খায়রুল হাসান বলেছেন, “স্বাস্থ্যসেবা একজন নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে আমরা চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ফুলদী মাঠে আয়োজিত এক ব্যতিক্রমী মেডিকেল ক্যাম্পে এসব একথা বলেন তিনি।
পুবাইল বাড়িয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে ও ন্যাশনাল ডক্টরস ফোরাম ও গ্রীণ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব-এর যৌথ সহযোগিতায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ছিল ফ্রি চিকিৎসাসেবা, ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা। শিশু, গাইনী, চর্ম, যৌন, মেডিসিন, নিউরো, সার্জারি, চক্ষু ও গ্যাস্ট্রো-লিভার বিভাগের মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এতে সেবা প্রদান করেন। প্রায় সাত শতাধিক নারী, পুরুষ ও শিশু এই সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শেখ এ কে মোতাহার হোসেন, ন্যাশনাল ডক্টরস ফোরাম গাজীপুর মহানগরের সভাপতি ডাঃ আমজাদ হোসেন, সেক্রেটারি ডাঃ মোঃ শফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মোঃ আফতাব উদ্দিন, মাওলানা বদিউজ্জামাল, বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মুজিবুর রহমান, জামালপুর ইউনিয়ন আমীর হাফেজ কামরুল ইসলাম, জাংগালিয়া ইউনিয়ন আমীর মাওলানা জাকির হোসেন ও বক্তারপুর ইউনিয়ন সেক্রেটারি মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।
মোঃ খায়রুল হাসান আরও বলেন, “গাজীপুর-৫ কালীগঞ্জ-পুবাইল বাড়িয়াকে একটি মানবিক, নিরাপদ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের নানামুখী পরিকল্পনা রয়েছে। আমরা সাম্য, সম্প্রীতি ও সৌহার্দের কালীগঞ্জ গড়তে সবার সহযোগিতা চাই।
নববর্ষের এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রমে অংশগ্রহণকারী চিকিৎসক, স্থানীয় সংগঠন ও সেবাগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।