ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, “৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। অথচ আজ সেই গণতন্ত্র বারবার পদদলিত হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অন্ধকারের পথে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপি সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে আজও রাজপথে লড়ছে।”

তিনি আরও বলেন, “বর্তমান ফ্যাসিবাদী সরকার মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, গুম-খুন, দমন-নিপীড়ন ও সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে দখল করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছে। ৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায়— জনগণের ঐক্যই হচ্ছে স্বৈরাচার ও ফ্যাসিবাদকে পরাজিত করার মূল শক্তি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ রবিউল আলম রবি এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান মামুন। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতির আত্মমর্যাদা, স্বাধীনতা ও জাতীয় ঐক্যের প্রতীক। বিএনপি সেই ঐতিহ্য ধরে রেখে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জনগণের পাশে রয়েছে।

আলোচনা সভা শেষে কাজী ছাইয়েদুল আলম বাবুলের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি কোনাবাড়ী বিসিক ২ নম্বর গেট থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।