নাটোর-২ সদর ও নলডাঙ্গা আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তৃণমূল পর্যায়ে ব্যাপক গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হচ্ছেন। শুক্রবার ২৩ ফেব্রুয়ারি সারাদিন তিনি নাটোরের ২ নং কাফুরিয়া ইউনিউনের বিভিন্ন গ্রাম ও মাঠপর্যায়ে সরাসরি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তাদের দুঃখ-কষ্ট, দাবি ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে অধ্যাপক ইউনুস আলী কৃষক, দিনমজুর, নারী ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কৃষি ও জীবিকাভিত্তিক সমস্যাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, মাঠে কাজ করা কৃষকই দেশের মেরুদণ্ড, অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। এই অবস্থা পরিবর্তন করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য।
তিনি আরও বলেন,
“নাটোর-২ আসনকে উন্নয়ন, ন্যায়বিচার ও মানবিক রাজনীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
স্থানীয়রা জানান, ক্ষমতার রাজনীতির বাইরে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো অধ্যাপক ইউনুস আলী একজন ব্যতিক্রমী প্রার্থী। মাঠে-ময়দানে সরাসরি মানুষের সঙ্গে মিশে যাওয়ায় তাঁর প্রতি জনসমর্থন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নাটোর-২ আসনে এই গণসংযোগ ইতোমধ্যে নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।