ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনটে জমিজমা সংক্রান্তে পূর্ব শক্রতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মা ছেলে আহতসহ মাইক্রোবাস ভাংচুরের ঘটনাটি ঘটেছে। বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামের তিনমাথা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বড়িয়া গ্রামের জিয়াউল এর সাথে একই গ্রামের রেজা মিয়া ও হবি মিয়ার দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। জিয়াউলের ছেলে ইব্রহিম খলিল শুভ জানায়, তিনি তার নিজস্ব হায়েজ মাইক্রোবাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে বাড়ীর অদুরে বড়িয়া তিন রাস্তা মোড় এলাকা পৌঁছিলে পুর্ব বিরোধের জের ধরে রেজা মিয়া, হবি মিয়ার ছেলে সম্রাট, বিক্রম, জাহিদ, মনছের, সাধন, বাদশা, সাজিদ, আশিক লাঠি সোড়া ও ধারালো অস্ত্র নিয়ে হামলা আমার করে আমাকে মারধর করে। এসময় ডাক চিৎকারে মা দিলারা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করে। এক পর্যায়ে তারা আমার ব্যবহৃত হায়েজ মাইকোবাসটি ভাংচুর করে এবং আমার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।

রেজা মিয়া তার প্রতিপক্ষের বক্তব্য অস্বীকার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে জিয়াউলের ছেলে ইব্রহিম খলিল শুভ আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে। আমাদের বিরুদ্ধে তাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তহীন।

ধুনট থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আবগত আছি। আহত কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এখন পর্যন্ত কোন অভিযোগ দয়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।