DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের গঙ্গাচড়া উপজেলার রোজাদারদের মধ্যে গত শুক্রবার খাদ্য বিতরণ করা হয়েছে।

Printed Edition
sfsdsfs

রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুরের গঙ্গাচড়া উপজেলার রোজাদারদের মধ্যে গত শুক্রবার খাদ্য বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া উপজেলার মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। জামায়াতে ইসলামী রংপুরের গঙ্গাচড়া উপজেলা শাখা আমীর মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর পরশুরাম থানার ৪ নং ওর্য়াড শাখার উদ্যোগে গত শুক্রবার খাদ্য বিতরন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও গঙ্গাচড়া উপজেলার মানব কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী। জামায়াতে ইসলামী রংপুর মহানগর পরশুরাম থানা আমীর এডভোকেট মাহবুব আলম, থানা সেক্রেটারি এনামুল হক বাবু, থানা যুব বিভাগের সেক্রেটারি নাজমুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। ৪ নং ওর্য়াড শাখার সভাপতি আশরাফুল অলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর হাজীরহাট থানার শাখার উদ্যোগে গত শুক্রবার ”রামাদান ফুড প্যাকেজ” বিতরণ করা হয়েছে। হাজীরহাট থানা আমীর অধ্যাপক বেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ৩ নং ওর্য়াড সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, ১ নং ওর্য়াড সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, থানা টিম সদস্য মাওলানা আব্দুল জলিল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নীলফামারী

নীলফামারীর জলঢাকায় যাকাত শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাছানের পরিচালনায় ও উপজেলা আমীর মোখলেছুর রহমান এর সভাপতিত্বে সোমবার বিকালে যাকাত শীর্ষক এক আলোচনা ও ইফতার মাহফিল উপজেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ও নীলফামারী সদর

উপজেলার গণমানুষের নেতা ড.খায়রুল আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী জেলা জামায়াতের শুরা সদস্য ও জলঢাকা উপজেলা গণমানুষের নেতা

অধ্যক ওবায়দুল্লাহ সালাফী,শুভেচ্ছা বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান, উপজেলা সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম ও পৌরসভার আমীর মোজাম্মেল হক প্রমুখ।

বড়াইগ্রাম (নাটোর)

নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর মাষ্টার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক আবু তালেবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মশিন্দা শিকারপাড়া সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা হাশেম আলী মীর, বড়াইগ্রাম ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আতিকুর রহমান মাষ্টার ও মাওলানা জিল্লুর রহমান বক্তব্য রাখেন।

শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগ, শ্রীবরদী পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯

মার্চ রবিবার তাতিহাটী আইডিয়াল স্কুলের হলরুমে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলােচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও কেন্রীয় শূরা মজলিশে সদস্য আলহাজ মো: নুরুজ্জামান বাদল।

জামায়াতে ইসলামী যুব বিভাগের শ্রীবরদী পৌর শাখার সভাপতি মো:. শাহজাহান কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায়

বক্তব্য দেন উপজেলা জামায়াত ইসলামী আমির মো: আজহারুল ইসলাম মিষ্টার, মাওলানা হাফিজুল হক, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি মোঃ আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ জাকির হােসেন প্রমুখ।

ইফতার মাহফিল ও আলােচনা সভায় জামায়াতে ইসলামী, জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাইবান্ধা

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি,গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনিত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন, মাহে রমদান কুরআন নাজিলের মাস। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই মাসে কুরআন নাজিল করা হয়। কুরআন কে পড়ে-বুঝে কুরআনের আলোকে যেন মানুষ দুনিয়াবী জিন্দেগী পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছেন। তাই প্রত্যেক মুমিনের উচিত কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করা। এতেই মানবতার মুক্তি ও কল্যাণ। তিনি আরো বলেন, ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশে এবারের রমাদান ভিন্ন এক পরিবেশে অতিবাহিত হচ্ছে। দীর্ঘ পনেরো বছর দেশের মুক্তিকামী মানুষ ও ইসলাম প্রিয় জনতা ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে রমাদান অতিবাহিত করেছিল। নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য যে সকল তরুণ ছাত্র -জনতার আত্মত্যাগ জীবন দিয়ে ফ্যাসিবাদ কে রুখে দিয়েছে আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে প্রতিদান কামনা করছি। বাংলাদেশ থেকে চিরদিনের জন্য ফ্যাসিবাদ বিলোপ হোক সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার র্খোদ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে হাইস্কুল এন্ড কলেজ মাঠে গতকাল রবিবার বিকেলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার জামায়াতের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলার সাবেক আমীর এবং পেশাজীবী সংগঠনের সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন, মহদীপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মতিয়ার রহমান, ইদিলপুর ইউনিয়নের সভাপতি সহকারী অধ্যাপক শফিউল আলম, বেতকাপা ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। ইফতার মাহফিলে শিক্ষক, সমাজ সেবক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা’র আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে।

৯মার্চ রবিবার ৮ই রমযান বাদ জোহর হইতে মাগরিব পর্যন্ত আলোচনা সভা হয়,পরে ইফতার মাহফিল সমপন্ন হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস, প্রধান অতিথির বক্তব্যে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনার পাশাপাশি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন বলেন ইসলামী আইন ব্যবস্থা ছাড়া জাতির প্রকৃত কল্যাণ অসম্ভব, তিনি চলমান খুন ও ধর্ষণ বন্ধে শরীয়া আইনের গুরুত্ব প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরকাদিম পৌরসভা আমীর মোঃ গোলাম জিলানী, টঙ্গীবাড়ী শাখার আমীর মাওলানা আবদুল বারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধীপুর ইউনিয়ন সভাপতি হাজী মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন সহ সভাপতি আলাহাজ্ব রফিকুল ইসলাম বেপারীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা প্রচার সম্পাদক মোঃ লিটন সরকার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারী মোঃ ইব্রাহিমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক ও জনশক্তিবৃন্দ।

চকরিয়া

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় মসজিদের ছাদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) ওয়ার্ড সভাপতি এ.ইউ.এম শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি নাজিম উদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুক। তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগাতে হবে। পবিত্র রমযান আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। এর আলোকে নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে বৈষম্যহীন সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে। এতে প্রধান বক্তার আলোচনা পেশ করেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আলম, ফাঁসিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ বাহাদুর, ইউনিয়ন সেক্রেটারি আতিকুর রহমান, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি নবীউল হক মাহিন ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আবদুল্লাহ আল নোমান। এসময় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা জসিম উদ্দিন, গোলাম নাজের, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি একরামুল হক, সেক্রেটারি আবদুল আজিজ, জামায়াত নেতা এইচ.এম এরশাদ, আবু ছিদ্দিক, নেজাম উদ্দিনসহ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে পবিত্র মাহে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিনেরললোো সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শাহজালাল সবুজের সঞ্চালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা আমীর মোঃ শামছুল হুদা মিঠু, শহর জামায়াতের আমীর মোঃ আব্দুস সবুর খান এবং আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ বজলুর রশিদ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার উপাধক্ষ মাওলানা আলীনূর, কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হযরত আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিগত স্বৈরশাসক দেশের আলেমসমাজের অপূরনীয় ক্ষতি করেছে এবং জামায়াতের কোনো প্রকার দুর্নীতি অনিয়ম স্বজনপ্রীতি নেই তবুও জামায়াতের ২জন সফল মন্ত্রীসহ মেধাবী নেতাদেরকে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে।