পাবনা সংবাদদাতা : শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন প্রয়োজন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা সদর ও পৌর শাখার উদ্যোগে ২৬ ডিসেম্বর, শুক্রবার স্থানীয় দারুল আমান ট্রাস্ট ময়দানে ময়দানে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন । সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রমিকদের পরিশ্রম ও ঘামে একটি পরিবার নয়, একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা মানেই দেশের উন্নয়নকে টেকসই করা। শ্রমিক-মালিকের পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও সহমর্মিতার মাধ্যমেই একটি স্থিতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।”

প্রিন্সিপাল ইকবাল হোসাইন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “দক্ষ ও সচেতন শ্রমিক সমাজ গড়ে উঠলে কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠিত আন্দোলনের পাশাপাশি শান্তিপূর্ণ ও গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ। শ্রমিকদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা সদর উপজেলা সভাপতি মিরাজুল ইসলাম এর সভাপতি কে শ্রমিক নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পাবনা সদর উপজেলার উপদেষ্টা মাওলানা আব্দুর রব, পাবনা পৌরসভার উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ জেলা সেক্রেটারি বদিউজ্জামান প্রমুখ।