DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

শ্যামনগরে দুস্থদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন হেরার রশ্মি যুব সংঘের উদ্যোগে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার উপহার প্রদান এবং ১০৩টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপজেলা সংবাদদাতা
Printed Edition
DailySangram-Logo

শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন হেরার রশ্মি যুব সংঘের উদ্যোগে প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার উপহার প্রদান এবং ১০৩টি দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ হুইল চেয়ার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠনটির উপদেষ্টা সমাজ সেবক সিদ্দিকুল ইসলাম বকুল এর সভাপতিত্বে হুইল চেয়ার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেয় উপস্থিত স্বেচ্ছাসেবীরা। হেরার রশ্মি যুব সংঘের পরিচালক সহকারী অধ্যাপক সরদার সাইফুল্লাহ’র উপস্থাপনায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার প্রদান শেষে ১০৩ টি দুস্থ পরিবারের মাঝে রোজা উপলক্ষে চাউল, ডাউল, আলু, পিঁয়াজ, তেল, ছোলা, চিনি, খেজুরসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি রনী খাতুন স্বেচ্ছাসেবী সংগঠনটির এমন জনহিতকর কাজের জন্য সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সব শ্রেণি-পেশার ধনী ব্যক্তিদেরকে এমন সামাজিক উদ্যোগ গ্রহনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহযোগিতা ও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে হেরার রশ্মি যুব সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।