বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য মো. আতাউর রহমান সরকার বলেছেন শহীদ শরীফ ওসমান হাদীর রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেয়ার দায়িত্ব প্রত্যেক দেশপ্রেমিক জনতার। তিনি দেশব্যাপী ভারতীয় আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। শহীদ ওসমান হাদীর শাহাদাতের মধ্য দিয়ে এই আন্দোলন দমে যায়নি বরং আরও বেগবান হবে ইনশাআল্লাহ। গতকাল শনিবার সন্ধ্যায় ৬টায় আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আমীর ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা পৌরসভা আমীর হারুন অর রশীদ, আখাউড়া পৌরসভা আমীর মোর্শেদ আলম, ইসলামি ছাত্রশিবির জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক শেখ সিফাতুল্লাহ উপজেলা শিবির সভাপতি মো: আসিফ প্রমুখ। মো. আতাউর রহমান সরকার বলেন, আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে শহীদ হাদী আমাদের অনুপ্রেরণা। প্রেস বিজ্ঞপ্তি।