ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরীণ কোন্দল নতুন করে তীব্র আকার ধারণ করেছে। শনিবার রাতে সংঘটিত এক হামলার ঘটনাকে কেন্দ্র করে দলীয় দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে রোববার (১২ অক্টোবর) দুপুরে ঝালকাঠি ও রাজাপুরে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন দুই পক্ষ।

গোলাম আজম সৈকত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি পাশাপাশি দলের পক্ষ থেকেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।” সংবাদ সম্মেলনে রাজাপুর ও কাঁঠালিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।