ফুলতলা উপজেলা সংবাদদাতা : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা, কৃষি অফিসার মোঃ আরিফ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার যুগ্ন আহবায়ক মিরাজ হোসেন, রেড জুলাই খুলনা বিভাগীয় মুখ্য সম্বনয়ক মোঃ শাকিল আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার সদস্য মোঃ রিয়াজুল ফাহিম, নাইম হাসান নয়ন, মোঃ সিফাত ও ফয়সাল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মৃন্ময় পাল, ডাঃ ঈশিতা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন প্রমুখ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হয়।