জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর আয়োজনে “Competency Based Interview (CBI) Development and Strategic Action Framework for BPSC” শীর্ষক দুই দিনব্যাপী একটি কর্মশালা আজ ও আগামীকাল Nazimgarh Wilderness Resort, Lalakhal সিলেটে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় বাংলাদেশ সরকারী কর্মকমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, কমিশনের সদস্যবৃন্দ এবং কমিশন সচিবালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার অংশগ্রহণ করবেন। এই কর্মশালায় তিনটি ভিন্ন দেশের সিনিয়র সিভিল সার্ভিস বিশেষজ্ঞ অনলাইনে যুক্ত হয়ে তাঁদের দেশে চলমান Competency Based Interview (CBI) পদ্ধতির অভিজ্ঞতা ও উত্তম চর্চাগুলো তুলে ধরবেন। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে CBI ব্যবস্থার ধারণা লাভ করবেন এবং বাংলাদেশে এর বাস্তবায়নের সম্ভাব্য কাঠামো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও, একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ CBI বা Competency Based Interview বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করবেন, যেখানে আলোচিত হবে কীভাবে এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে প্রার্থীর প্রকৃত যোগ্যতা, চিন্তন ক্ষমতা ও প্রশাসনিক দক্ষতা মূল্যায়ন করা যায়।
কর্মশালার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষা যেন দক্ষতাভিত্তিক ও আধুনিক পদ্ধতিতে পরিচালিত হয়, সেই লক্ষ্যে একটি কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন করা।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন বিশ্বাস করে- এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের সিভিল সার্ভিস নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষতাভিত্তিক এবং সময়োপযোগী করে তুলবে, যাতে রাষ্ট্র পরিচালনার জন্য সর্বাধিক যোগ্য ও মেধাবী ব্যক্তিকে মনোনীত করা সম্ভব হয়। প্রেস বিজ্ঞপ্তি।