জয়পুরহাট সংবাদদাতা : দক্ষ প্রযুক্তি, দেশ গঠনের মূল ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় ছাত্র-ছাত্রী, প্রকৌশলী এবং সাধারণ নাগরিকরা অংশ নেন।

র‌্যালি শেষে উজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।

আইডিবির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব।

বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ, আইডিইবির অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, দক্ষ প্রযুক্তি এবং সুশৃঙ্খল পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে আরও শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্রে পরিণত করা সম্ভব। অনুষ্ঠানটি আয়োজন করে আইডিইবি জয়পুরহাট জেলা শাখা।