সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে কাঁচা রাস্তার কারণে বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বেংনাই গ্রামের ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি বছরের অধিকাংশ সময়ই চলাচলের অযোগ্য থাকে। বর্ষা মৌসুমে পুরো রাস্তায় জলাবদ্ধতা ও কাদা-পানি জমে চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়।
এই রাস্তায় প্রতিদিন যাতায়াত করে বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী। এছাড়া বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিত্রতেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাটিকোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৬০০-এর বেশি শিশুও এই কাঁচা রাস্তায় কষ্ট করে স্কুলে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে কোনো সরকার এই রাস্তাটির উন্নয়নে নজর দেয়নি। প্রতিদিন শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হচ্ছে। ড্রেস কাদায় ভিজে যায়, অনেকে স্কুলেই আসতে পারে না। সরকারি স্কুলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও দ্রুত রাস্তাটি পাকাকরণ প্রয়োজন।
একই ধরনের অভিযোগ করেন বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। তিনি বলেন, প্রতিদিন শিশু শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে তাদের পড়াশোনার মনোযোগ নষ্ট হচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।