রুটিন রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার রাত আংশিকভাবে সীমিত থাকবে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেলের যান চলাচল। এ সময়ে একটি টিউব বন্ধ থাকলেও অপর টিউব দিয়ে নিয়ন্ত্রিতভাবে উভয়মুখী যান চলাচল চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেট ফ্যান পরিষ্কার, রোড মার্কিংসহ নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ২৮ থেকে ৩১ জুলাই এই চার দিন প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা-টু-আনোয়ারা’মুখী টিউবটি বন্ধ থাকবে। এ সময় ‘আনোয়ারা-টু-পতেঙ্গা’মুখী টিউব দিয়ে উভয় দিকের যানবাহন চলবে নিয়ন্ত্রিতভাবে।
এ সময় টানেলের প্রবেশমুখে যানবাহনকে সর্বনি¤œ ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে যান চলাচলের নিরাপত্তা ও স্বাভাবিকতা নিশ্চিত করতে বাড়ানো হবে ট্রাফিক ব্যবস্থাপনা।
টানেলের কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এই ধরনের রক্ষণাবেক্ষণ জরুরি বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জনসাধারণের সহযোগিতাও চেয়েছে তারা।