স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে নৃশংসভাবে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা শুধু ভাঙচুর ও লুটপাট করেই ক্ষান্ত হয়নি, তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ রেজাউল করিম ওই ঘটনায় কাশিমপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে উল্লেখ করে সোমবার (১৭ মার্চ) গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন, গত ১৪ মার্চ দুপুর ১:১০ মিনিটে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার লোহাকৈর এলাকার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ইটের দেয়াল ভেঙে বাড়ির বাউন্ডারি গড়ে তুলতে গেলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও, পরে সুযোগ বুঝে তারা ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বৃদ্ধা মনোয়ারা আবেদীনকে (৬৪) এলোপাতাড়ি কিল, ঘুষি ও লোহার রড দিয়ে আঘাত করে। এক পর্যায়ে, একজন শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং অন্যজন ধারালো দা দিয়ে কোপ মারে, যার ফলে বৃদ্ধার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়। শুধু তাই নয়, তারা বৃদ্ধার গলার ১ ভরি স্বর্ণের চেইন, ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ২,৭৫,০০০ টাকা ও পরিহিত ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা রাজনৈতিক ফায়দা লুটতে নিজেদের গাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কাশিমপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।