গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষার সময় দায়িত্বে গাফিলতির অভিযোগে চার শিক্ষককে পরীক্ষা হলের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মাওনা বাজার এলাকার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেন্যুতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার মো. সজীব আহমেদ।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—আবেদ আলী গার্লস স্কুলের শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম, বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান এবং বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাহিদ হাসান। প্রথম তিনজন শিক্ষক পিয়ার আলী কলেজ ভেন্যুতে ও নাহিদ হাসান কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন।
জানা গেছে, নৈবিত্তিক (সৃজনশীল) পরীক্ষা চলাকালে শিক্ষকরা পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন না করে নিজেদের মধ্যে আলাপচারিতায় মেতে ওঠেন। পরীক্ষার্থীরা শোরগোল করলেও তারা নির্লিপ্ত থাকেন। বিষয়টি তাৎক্ষণিক পরিদর্শনে থাকা ইউএনওর নজরে এলে তিনি ব্যবস্থা গ্রহণ করেন।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ বলেন, "নৈবিত্তিক প্রশ্নের সময় শিক্ষার্থীরা একটু শব্দ করছিল। তখন ইউএনও স্যার পরীক্ষা কক্ষে প্রবেশ করে তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিই।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মো. সজীব আহমেদ বলেন, "উক্ত শিক্ষকরা দায়িত্বে অবহেলা করেছেন। তারা পরীক্ষাকক্ষে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। খাতা বিতরণ ও সংগ্রহেও ধীরগতিতে কাজ করছিলেন। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই তাদের সরিয়ে নতুন শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছি।"
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন অভিভাবকরা।