চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার। বিশেষ আলোচক ছিলেন সাইন্টিফিক কর্মকর্তা জসিম উদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।